নদীখানি বয়েছে সাগরে
কতই আছে না বলা কথা;
জীবন যে মিলনের তরে
দূঃখ প্রেম আছে শুধু সেথা।


নদী চলে জীবনের মতো
দূর করে কত কত বাঁধা;
মন চলে নদীতেই দ্রুত
কৃষ্ণেতে যেমন সেই রাধা।


নদী হল জীবনের বাণী
নেই তার কোনোই বিশ্রাম;
বহিছে আনন্দধারা খানি
প্লাবন মাঝেতে অবিরাম।


নদী আছে একা আনন্দেতে
কখনো প্রেমের সাথে সখী
পেরেছে যে বিষাদ ভাসাতে-
দূর থেকে চেয়ে চেয়ে দেখি।