তোমার মাঝে সুখী শরীর জীবন পথে শব্দ-
আমার থেকে দূরে গেলেই সঙ্গীহীন জব্দ।

তোমার বলতে কিছুই নেই, স্বত্ত্ব স্বাধীনতা;
রান্নাঘরে জীবন কাটে, সীতার গন্ডীকথা।

যতই তুমি স্বাধীন হও পুরুষ তোমার সাথি
রাতের বেলায় সাদা ফুলে রঙিন প্রভাতি।

তোমার জীবন একলা ঘরে খানিক শ্রমসাধ্য
ঝিনুক বাটি, তুলসীতলা তোমার সীমাবদ্ধ।

------