তোমারে দেখেছি চেয়ে নয়নের কোণে-
শত সুরে অবিশ্রান্ত বাদলের ন্যায়;
গোপনবেলায় এসে প্রণয় ধারায়-
আঁখিতলে ডেকে গেছি অতি সংগোপনে।
কেমনে যে বাঁধা আছি নয়নে নয়নে,
নীরবে বলিব কথা স্বপনসুধায়-
মনের সকল কথা আঁখিতে হারায়;
কেমনে যে চেয়ে আছি আজিকে দুজনে।


আসিল আঁখিতে ধারা ও স্বপন সম-
আঁখিজলে ভিজে গেছে বক্ষের অতল!
তাই বুঝি মনে বলি ওগো প্রিয়তম-
কোথায় হারিয়ে গেল নয়ন কাজল;
নব সাজে নবদ্বারে, নবীন প্রভাতে
আঁখিতে বাঁধিলে এসে গহিন শরতে।
             ---------


# সনেট