একদিন বৃষ্টি সাথে তুমি-আমি পাশে
বসেছিলাম; দুজনে অপলকে বৃষ্টি
দেখে গেছি। বেশ ভাবি- মন পরিহাসে
গাছের ছায়ায়, নিত্য সে কি অনাসৃষ্টি!
শাড়িভেজা সন্ধ্যা আর সময় গহনে-
কত গান গেয়ে গেছ মন অজানায়!
বুকের ভিতরে আছ, অতীব গোপনে
আলপনা-রাঙা পথে দূর সীমানায়।


আজ এতদিন পর মনে মনে ভাবি
কত বৃষ্টি হয়ে গেছে, তারপরে ঝড়-
সেদিনের বাদলেতে মনে কত ছবি!
সব যেন ফিরে আসে, সময় প্রহর;
শীতল শ্রাবণে তুমি আমার বিশ্বাস-
অনন্ত পথের মাঝে নীল দীর্ঘশ্বাস।
           ======


# সনেট