রূপ লাবণ্যতে ভরা ওই আঁখিখানি
গানের আসর মাঝে, আজিকে প্রভাতে
সাজানো কথার পাশে এক ফুলদানি;
আমি যে শুধুই চেয়ে রাঙা আঁচলেতে।
তোমার নীরব ছোঁয়া দেখি অনাবিল-
সতত সুরের মাঝে ভালো থাকি খুব;
তোমার চোখের 'পরে শুধা ঝিলমিল
সাধ জাগে ওই মনে কবে দিব ডুব।


গেয়ে চলো অনায়াসে সুর-তাল-ছন্দে
নানান মাধুরি সুরে আমি যাই ভেসে-
তোমাতেই চেয়ে থাকি গোপন সে দ্বন্দ্বে;
গান শুনে তোমাকেই ফেলি ভালোবেসে।
কোনোদিন দেখা যদি হয় গো সম্মুখে-
তোমার সকল গান দেখাব এ বুকে।