সেবার যখন বৃষ্টি হয়েছিল খুব,
শ্রাবণ মাসের রাতে- মুশলধারায়;
কালো আকাশে দিয়েছি অভিশাপে ডুব-
আকাশ যে ডুবেছিল তোমার কান্নায়।
সেদিন স্বপ্নের মাঝে অনাবিল বৃষ্টি-
আমার সুখের মাঝে, আকাশ শুঁকনো
ছিল; বিপরীতে হাসি ছিল মনে- সৃষ্টি
স্বপনের চলাচল দেখি কখনও।


আজ আমার ভাবনা অর্থহীন সব,
মেঘেদের অর্থ বুঝে গেছ তুমি জানি!
তোমার চোখেতে জল, শুধু কলরব
হারায় অতলে, আজ নীরব কাহিনি।
আবার যদি বৃষ্টিতে কখনো কোথাও-
শ্রাবণের মাঝে ভেজে ও আঁখি তারাও।
          ---------