আসন বিছায়ে বসে আছি আঙিনায়,
আনমনে একা- অতি পরম যতনে;
সুমধুর কণ্ঠে গান গেয়েছি হেলায়-
পাশে এসে বসে গেছ, নীরবে কখনে।
হঠাৎ যে চেয়েছি পাশে- চোখে পড়ে চোখ,
ছুঁয়েছে দেহেতে মোর শাড়ির আঁচল;
মোহিনী বদন মাঝে নীরব পলক!
আঁখিতে বলেছ কথা অতীব সজল।


বাসনার ঘরে মোর নিত্য দিই পূজা-
নিয়ত করেছি মনে হৃদ আরাধনা,
গহন হৃদয়ে আজ সত্য রূপে সাজা-
জীবন প্রণয় ঘরে এইতো সূচনা।
এখন চাহিব আমি শুধু অপলকে;
সকল অভীপ্সা মোর রেখে দিব ঢেকে।
       -------


# সনেট