এতদিন রয়ে গেছি ভালো,
একার সাথেতে একা;
আবার কেন আসিলে তুমি
আবার করিলে দেখা।


ভালো ছিলাম আমার দ্বারে
স্বপনেতে শূন্য বুকে;
আবার এসে জ্বাললে দীপ
বলো দেখি কোন সুখে।


বেশ ছিল পলাশের শাখা
ঝরা পাতা সাথে করে;
আবার কেন ফোটে পলাশ
শান্তি পাবার তরে।


ভালোবেসে ভুলেছ যেদিন,
শূন্য জীবন যখন;
মনের আগুন নেভে সব
নিত্যকথা তখন।


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ১০, ৮ মাত্রা