তুমি যে বলেছ কথা মুখফুটে আজ!
তোমার কতই দাবি, আমাতে সজ্জিত-
চোখ তুলে চেয়েছ যে দূর করে লাজ
ক্ষণিক উদার কালে; গোপনে লজ্জিত।
এতকাল অপেক্ষায় দিন কেটে গেছে!
আমার সায়াহ্ন আজি এসেছে কখন-
সকল প্রলয়মালা নিমেষে মিশেছে;
আজ বুঝি এসে গেল একাত্ম লগন।


আমি চাই এভাবেই বাকি দিন আসে-
জীবনপ্রিয়ার তরে প্রণয়কথন!
সমুদয় বাসনা যে তব পরবাসে-
তোমার বাসরে আজ মোর নিমন্ত্রণ;
আজ তাই সব ভুলে মোর দ্বারে এসো-
তোমার কথার সুরে মোরে ভালোবাসো।
            ----------


# সনেট