আমার এ দেহ আজ ক্ষত বিক্ষত যে-
চারিদিকে নৈশ্যমালা সাজিয়েছি একা!
তবু অবাক নিশ্বাসে সব ক্লান্তি দূর
করি; আমি নীরবেতে, আমার হেলায়
কথামালা ফিরে আসে একক চেতনা
সাথে করে; তার এই পরিচিতি ছিল
আমার নয়ন মাঝে। শান্তি প্রশান্তিতে
আবার ফিরে পাওয়া সেই নয়নেতে
মান সব থেকে গেছে দূরে অবেলায়-
হেঁটে গেছি অগোচরে দেখিবার কালে
সে এসে ফিরেই গেছে;  আপন সন্দেহে
উদাত্ত ও হাসি সাথে এক এক বার-
তবুওতো গেয়ে যাব -জীবনের গান;
আমার বাস্তব হৃদ সাথে জর্জরিত।
          -------