আজ আমি শিশু হয়ে আছি
কাল হয়ে যাব বুড়ো- বৃদ্ধ;
পৌঁছাব মৃত্যুর কাছাকাছি
জ্ঞান মাঝে হব আমি সিদ্ধ।


শিশুবেলা থেকে বেড়ে ওঠা
কাটানো এই সারা জীবন;
বৃক্ষেতে নতুন ফুল ফোটা
ঢেকে রাখা কতই স্বপন।


কত কাজ আর জানাশোনা
জীবনেতে আছে বহুদূর;
কেউতো জীবনের উর্দ্ধে না
ঘৃণা ভালোবাসা ভরপুর।


কত শোক, কত বিধিলিপি
সকল আছে জীবন ছেয়ে;
মানুষ তো বড়ো বহুরূপী
তবু মন পরপারে চেয়ে।
--------------