পশ্চিমদিগন্তে ঢলে পড়ে সূর্য ধীরে
ধীরে, আকাশের সব আলো মুছে যায়,
আঁধার ঘনায় এসে ক্লান্ত অবেলায়;
মায়াঘেরা স্বপ্নকূল বসবাস পরে
আসে চেতনায়, নিত্য নিরুত্তাপ ঘরে
সকল ঋণের মালা- একাকী ঘুমায়;
আলোহীন বাতাসেতে রাত পাহারায়!
তবুও যে বেঁচে থাকা নিকষ আঁধারে।


ভোরের প্রথম আলো আসিবে আবার-
কালোরাত শেষ হয় আমার উঠানে,
অধীরতা অপেক্ষায় ঘোচে হাহাকার-
নতুন সূরয আসে জননীর স্তনে;
আমার মনন জুড়ে রাত্রি জাগরণ!
নক্ষত্রমালার মাঝে জীবন-মরণ।
         --------


# সনেট