মোদের জীবনপথ - সব মুখে হাসি,
মহান আল্লাহ নিজে করেছেন দান।
পরম প্রভুর তরে নিঃস্ব সমর্পণ-
বান্দার গোলাম আমি, ত্যাগ ভালোবাসি।
আল্লাকে ফিরায়ে দিব আল্লাহর দান;
হৃদয়ে হৃদ্যতা বাড়ে; অনুভুতিশীল।
সামাজিকতার মাঝে মিত্র অনাবিল-
ক্ষুদ্র সে পরীক্ষা হয় কুরবানি মান।


ত্যাগের বহিঃপ্রকাশ, হতে হবে সৎ,
কুরবানি প্রদর্শন যে অভাবগ্রস্তে-
ভোগের বিষয় নয়, ত্যাগের গোশত।
ভুলিবে অপচয় সে; নয়তো ব্যক্তিত্বে,
মনের পশুত্ব দূর; পশু কুরবানি,
পরিপূর্ণ হতে করি উচ্চৈ স্বরে ধ্বনি।
      -------