এতদিন পরে- হেঁটে চলেছি তোমার
পিছনে, শীতের রৌদ্র পড়েছে চুলেতে
তোমার; ফরসা রাঙা তনু 'পরে তার-
সুগন্ধি পুষ্প সুবাস প্রভাত আলোতে।
তোমার চন্দ্রবদন কত যে সুখের
ডালি, ঢালা আছে সেথা মুক্তাসাথি প্রাণ;
একবার কাছে এসো- হাসিতে, মুখের
'পরে বলো এসে তুমি ভুলে অভিমান।


যদি কোনোদিন, অন্য কোথাও- কখন-
তোমারে লভিব আমি, গোপন নীরবে-
কত যে না বলা কথা আমারে বলিবে,
হাতখানি ধরে যেন অতি মধুক্ষণ;
এ পৃথিবী জুড়ে শত আসুক প্রলয়-
আমি যে তোমাতে থাকি অতি আত্মময়।
           ----------