তব দেখা পাই আমি, অন্তরে অন্তরে-
ওহে প্রাণাঙ্গদা! ওহে অসামান্যা নারী!
একদিন চিত্র রূপে মোর অন্তঃপুরে-
কোমল বাসনা জুড়ে; জীবনের তরী
দিয়েছ আপনে ঢেলে, অসীম দর্শনে
স্মৃতিমালা ফিরে আসে, সত্য জাগরিত;
পৃথিবী দেখেছি আমি তোমার ভূষণে-
প্রীতি ভালোবাসা রাখি শুধু সুশোভিত।


কত কথা ছিল, জগৎ সংসারে নিয়ত-
ঢেকে রাখা, গোপনীয়, নিজ পরিচয়;
আপন স্নেহ বেলায় হয়েছি অক্ষয়!
তোমার দেওয়ালেতে, আমি যে সতত;
আজ তাই ভাবি শুধু, মন জুড়ে তুমি-
তোমারে প্রতিমা করি, পূজারি যে আমি।
        --------