যখন আমি একলা একলা, নীরব
সময় মাঝে, একলা কথা অবিরত-
বলি যে মনের সাথে; কত কলরব-
সকাল সাঁঝের বেলা, ইচ্ছা ওতপ্রোত।
একার সাথে একলা বলি নিত্য কথা;
কত বাণী শোনাই যে তোমায় গোপনে-
নামটি ধরে বেড়াই ডেকে, খুঁজি সেথা;
তুমি আমার একলা বেলার আপনে।


আমার ভাবনা ঘরে তুমি চিরন্তন-
তোমায় ভেবেই ঘুম থেকে উঠে পরা;
তুমি যে দিনের শুরু, তুমি সন্ধ্যাতারা;
তোমার মাঝেই মোর মন বিসর্জন-
এমন কেন? আমার একলা বেলায়!
তোমারে ভাসিয়ে চলি মনের ভেলায়...
            ----------