উঠানে শোয়ানো ছিল মৃতদেহখানি!
কঠিন মায়ার ছলে, পৃথিবীর শেষ
দেখা, চির অমলিন, আপনার দেশ-
বুক মাঝে শোভে 'গীতা', গলেতে রজনি;
সাদা বস্ত্রে ঢাকা ছিল, সাথে ধূপবাতি-
'হরেকৃষ্ণ' লেখা আছে ললাটের 'পরে;
আপন মানুষ সবে রহিয়াছে ঘিরে-
তুলসী পাতায় ঢাকা চোখ, শেষ সাথি।


একদিন যেতে হবে, এই পথ 'পরে-
ভুলিয়া আপন দেশ, আপন মায়ায়
মহাজাগতিক রূপে; শেষের সাগরে-
মিলাবে সকল হাসি, আপন ছায়ায়
শেষ বিছানার 'পরে শেষ রূপে দেখা;
সফল জীবন মাঝে, এই আছে লেখা।
            --------