মানুষটি পড়ে আছে রাজপথ 'পরে-
একাকী মৃত্যুর কোলে, বড়ো অসহায়!
শুধাইনি কেহ তারে, ফিরে নাহি চায়-
কত লোক দলে দলে, চলে পথ ধরে।
নর-নারী ব্যস্ত বড়ো সকলের কাজে,
ছুটিছে জীবিকা পানে, কে বা মোরা কা'র!
বিপদ সময় এলে- কেহ না আমার;
সময় দেবে না কেহ, আপনার লাজে।


কাক যদি মরে যায়, শত কাক মিলে-
তাহারে ঘিরিয়া রাখে, বিষাদ সাগরে;
এমন নজির আছে পশুদের কূলে,
মানুষ মরিলে পরে দেখেনা নগরে।
হায়রে বিবেক মোর, কত অবদান-
এমন মানব তরে লিখে যাই গান।
              --------