পরলোক ক্ষণে দেখি- আনন্দ বাহার!
অতিশয় মাতামাতি, ছেলে থেকে বুড়ো
নাচিছে আঙিনা 'পরে, হয়ে সব জড়ো;
হাত তুলে নাচানাচি, কীবা সমাহার!
চোখেতে কান্না নেই, নেই শোক গাঁথা;
বাড়ির বধূরা নাচে অতীব উল্লাসে!
গলেতে ফুলের মালা আনন্দেতে ভাসে-
সকলে দেখিছে চেয়ে, খুশি মন সেথা।


শেষ নিশ্বাস ত্যাগিছে, হবে শেষকৃত্য;
শ্রদ্ধা যে জানাবে সবে- পুষ্প অশ্রু সাথে,
স্মরণ ভুলিয়া সবে সমবেত নৃত্য;
জলসা আসর হবে, অবশেষ রাতে।
শোকের আঙিনা খানি মেলাল আনন্দে;
হাসি-কথা উচ্ছ্বাসেতে কাঁটিল সানন্দে।
              -------