সেই যে সেদিন- রাগ করে তুমি চলে
গেলে, মুখখানি ঢেকে- আড়ালে বিদায়
নিয়েছ আমার থেকে, অভিমানতায়;
গোপন কথাটি মোরে শুধু নাহি বলে।
আঁচলেতে মুখ ঢেকে, কথা হীন মনে-
দিয়েছ নীরব দৌড়, ছুটেছ ঝড়ের
মতো; ডেকে ডেকে ফিরি প্রিয় সেদিনের
কাছে, নাহি ভুলি অতি মিলনের সনে।


আজ পূর্ণ প্রিয় ক্ষণে, তোমারে ভাবিতে
বসেছি একা; সেদিন কী ছিল ভুল!
কেন যে পারিনি ধরে তোমারে রাখিতে?
তাই ভেবে কেঁদে ওঠে প্রাণ-প্রিয় কূল;
প্রেমের মালা পরা'ব, ফিরে এসো প্রিয়-
আবার দু'হাত ধরে মোরে কথা দিও।
             ---------