নারী জাগরণে তুমি- অগ্রদূত যুগে
যুগে, নারীশিক্ষা তরে; দাও অধিকার-
জীবনে জীবনে তুমি, সোনার বাংলার
তরে, মোছো দীর্ঘশ্বাস সবাকার আগে।
তুমি পথিকৃৎ, কল্যাণী! তব পরিচয়
দেশ মৃত্তিকা মাঝারে, কত অবদান-
শত বাঁধা পার করে তুমি চিরন্তন;
বাঙালি মায়ের তরে, করো বিশ্বজয়।


সহিছ কত বিদ্রূপ! কত পরিহাস!
কত জন থেকে, তুমি পুনরুজ্জীবিত!
তব জ্ঞান পিপাসায় আস্থা নিরলস;
প্রতিভা মাঝে চিন্তাকে করো প্রতিষ্ঠিত-
নারীদের কাছে তুমি মহান জননী;
শত শত কণ্ঠে তুমি আজো বিদ্রোহিনী।
             ----------