তোমার মুখের হাসি! এক যুগ পরে-
আজ পুনঃ দেখিয়াছি, অতি সংগোপনে
পূর্ণিমার নিশিক্ষণে; কখনো স্বপনে-
তোমার কাছেতে আসি, আপনার করে
ডেকেছি তোমারে আমি, সেই নাম ধরে-
ভালোবাসা অধিকারে; শুধু যে আপনে
মনের মন্দির মাঝে কাব্যিক লেপনে;
আঁচলেতে মুখ ঢেকে আসো কার তরে!


তোমার দেখার কালে, মন শুধু কাঁদে
আমার প্রেমের ক্ষণে; তার প্রতিচ্ছবি
দেখি, প্রতি নিতি নিতি হৃদয়েতে বাঁধে;
তোমারে উজার করে দিয়েছি সবই-
আমার এ শূন্য ঘরে তুমি প্রিয়তমা;
আমার বিষাদ 'পরে হও প্রীতিসমা।
           ---------