তোমার প্রেমের পূজা! আজ হবে সারা-
আমার যজ্ঞ মাটিতে, যত আঁখি জল
সব মুছে যাবে, পুনঃ প্রাণ শতদল
আবার জাগিবে আসি; নব দিন হারা।
তোমার দুঃখ সকল, পরিণয় ধারা-
হাসিতে ঢাকিবে আজ; সিক্ত এ আঁচল
পূজার মিনতি ক্ষণে, প্রেমের অনল-
আজি কথা অবসানে, মিলিয়াছি মোরা।


তাই ভাবি বসে আজ, একান্ত বিজনে-
আমার মিলন মেলা মেলাবে কোথায়!
কবে হবে দেখা? শেষবারেতে দুজনে;
আমার পূজার বেদি, আজ অসহায়
তোমার চোখের পানে; শুধু চেয়ে থাকা
সেই মিলন বাসর, প্রাণে ধরে রাখা।
           ----------