কোন সে কূলের বউ! হলুদ শাড়িতে
তুমি, শুধু ঘুরে ফেরো এপাড়া ওপাড়া-
সদা হাসি মুখ জুড়ে, নুপুরের সাড়া;
কী কথা বলিতে যাও? কাদের বাড়িতে?
দূর থেকে চেয়ে থাকা, মনে যেন বেঁধে
বহুবার; কোনো কালে কোথাও দেখেছি-
মনে হয়! কত কথা গোপনে রেখেছি;
কেন বুঝি সাধ জাগে, কথা বলি সেধে!


পলকে লুকিয়ে যাও, পথের দু'ধারে-
চেনাপথে নাহি আর তব চলাচল;
কেন যে অশান্ত করো এবেলা আমারে!
পথে আর নাচেনাতো তোমার আঁচল;
হলুদ শাড়িতে মুই চোখ দিয়ে আছি-
জানি এই চেয়ে থাকা, শুধু মিছামিছি।
            --------