চলিল যে গৌর বদন- নয়নে আমার
সজল কাজল মেখে, আঁখি ছলছল-
সাথে লয়ে সহোদর; পরান উছল,
সাজসজ্জা সাথে; লয়ে জীবনের ভার।
আজি মুখরিত হবে! এ গৌর প্রাঙ্গণ-
নবপ্রাণ সমারোহে, পদাবলি গানে
সুরভিত হবে, জাগি সকল পরানে
ধন্য হবে, খুশি হবে, মৃত্তিকা অঙ্গন।


দুঃখের কণা ঘুচিবে আজি, ললাটের
লিখন সকল, তারি তরে যত কথা
বলিবে সকলে এসে; প্রণয় পটের
সারি ধন্য হবে জানি, ভুলে সব ব্যথা।
গৌর-বদন হৃদয়ে, কত প্রেমকথা-
গোপনে প্রণয় দোঁহে তার কথকতা।
            --------