দূরে কোন আঙিনার 'পরে- বেজে ওঠে
সানাই, সুরে সুরে সে কত কথা বলে;
কখনও হাসে, কভু বিষাদের ছলে,
সকল প্রিয়ার সনে! নীরবে সে জোটে
সাথিমুখি প্রাণে, কত শতদল ফোটে;
কিশোরী প্রণয় হবে বাসরের তলে-
তাহার প্রেয়সী এসে, মালা দিবে গলে;
মেতেছে আঙিনা খানি, মত্ত অলি ছোটে।


ধীরেতে মেলায় দেখি- সে সানাই সুর!
পরপারে ডুবে যায়, আনন্দ গোধূলি
মোহিনী বাসরে জাগে; প্রীতি অন্তঃপুর
চোখের কাজল মোছে, অশ্রু কেবলই।
বাসরের সাজ ভেজে, কন্যা চোখে জল-
আপন প্রণয় ঘরে দেখি অস্তাচল।
        --------