জানালার আরশিতে চোখ রেখে আজ-
আমারে দেখেছ জানি; তখন শীতের
রোদ বাতায়ন জুড়ে, অলস রাতের
কথা মনে আসে- আর সময়ের লাজ।
তোমার চোখের কথা সেদিনের মতো-
ঢেকে রাখা আশাহীন, আনন্দিত মনে
জেগে থাকা; এলোচুলে একান্ত বসনে,
কত কথা আসে যেন মনে অবিরত!


তুমি কি এমনি করে, শুধু চেয়ে রবে-
চন্দ্রশোভা ন্যায়, কোনোদিন আসিবেনা
প্রলয়ের মতো; আমি ক্লান্ত মনে যবে-
কাছেতে আসিয়া প্রিয়ে মোরে দেখিবেনা!
জানালার আরশি ছেড়ে একবার এসো-
একটু সময় করে দুয়ারেতে বোসো...
               ---------