সুধাময় মধুনৃত্যে, অতি মনোহরা
তুমি! তোমার শরীরে নৃত্যের লহর-
কত তাল, কত ছন্দে; একাকী প্রহর
জেগে চলেছ নাচিয়া; বিশ্ব আত্মহারা।
ঘুঙুরের ধ্বনি মাঝে, কত যে বিভঙ্গ-
নর্তকীতে দেবী ন্যায়, সঙ্গীত বসনে
দুহাত তুলিছ অঙ্গে; বাহারি ভূষণে
শত ছন্দে দুলে ওঠে মন, প্রিয় অঙ্গ।


মুদিত নয়নে দেখি, নাচের মহিমা-
সুরখানি কানে আসে; প্রতিমা নয়নে
তোমার আনন্দক্ষণ, প্রাণের উপমা-
আমার আসরে নিত্য; খুশিভরা মনে।
ওড়িশি নৃত্যে, আরবী, একতালি ছন্দে
পারমিতা লাবণ্যেতে ভরপুর সন্ধ্যে।


**ডিডি বাংলা চ্যানেলে পারমিতা মহাপাত্রের ওড়িশি নৃত্য দেখে খুশি হয়ে।