বৃহস্পতিবার - ঘট পাল্টেছি পূজার,
সিঁদুর দিয়েছি সেথা; আমের পল্লব,
দুর্বা, তুলসী ও বিল্ব, সাথে আর সব;
ফুল দিয়ে সাজায়েছি, কত উপচার।
প্রসাদ দিয়েছি সেথা, জ্বালিয়াছি ধুনা-
শঙ্খ-ঘণ্টা বাজায়েছি সেও ভক্তিভরে;
ফুল-মালা অঞ্জলি যে ঠাকুর অন্তরে-
তবু এ চঞ্চল মনে, অবাধ্য সান্ত্বনা।


ঠাকুরে চেয়েছি শুধু! মাথা করে নত,
হাত জোড় করে, করি শুধু নিবেদন-
প্রিয়ে যেন আজ কথা বলে অবিরত...
শুনি যেন কবিতায়- তার সুকথন;
ঠাকুর শুনেছে! কথা সে বলেছে প্রেমে-
বিশ্বাসে এনেছে প্রীতি, ঠাকুর প্রণামে।
            -------