কত সাজে আজ, সেজে উঠেছ বধূয়া
আমার; কাহার লাগি এই সেজে থাকা!
তোমার রূপের 'পরে, প্রেমরত্ন ঢাকা
বরষা লগন ক্ষণে; কদম - মহুয়া,
বকুলের রাশি, পদ্ম, শুভ্র তারি ছায়া;
বসন্তে পলাশ সাথি, হেমন্তেতে আঁকা-
সন্ধ্যার সাঁঝের তরে প্রদীপ যে রাখা;
আকাশেতে পূর্ণশশী, দুয়ারেতে মায়া।


কেন গেলে ভুলে! পিছে, আমি চেয়ে আছি-
তব রূপ দেখিবারে; তোমার ছায়ায়,
তোমারে দেখিতে আসি, আমি কাছাকাছি;
একবার চেয়ে দেখো - প্রণয় মায়ায়।
তোমার রূপের ডালি আমি দেখি চেয়ে;
আহা রে! মরমি বধূ, ধন্য কাছে পেয়ে।
             ----------