তোমার সিঁথির 'পরে- একখানি চুল
পেঁকে গেছে দেখি, পূর্ণ সাদা রঙে; অতি
ভালোলাগে যেন! সেথা আঁধারের প্রীতি;
তোমারে যে জেগে দেখি- বদনেতে ফুল।
তোমার এ শোভাখানি, দেখি চেয়ে চেয়ে-
বাংলা বধূর মুখ, প্রিয় শান্তিময়ী!
স্বপ্ন ভাসে যেন তার- আঁখিতে শ্রীময়ী;
জাগিয়া উঠেছে সে যে, মোর স্পর্শ পেয়ে।


একখানি পাঁকাচুল থাকা নাকি শুভ!
সবে যেন বলে শুনি, সুখ থাকে নিত্য;
আমার এ মনে জাগে, সুযোগেতে লভ-
ওই চুল দিব তুলে, আদরেতে সত্য।
কপালে বুলিয়ে হাত- পাঁকাচুল তুলি;
মাথার ও কেশ পাঁকা হোক সকলই।
             -----------