সেই পথে, ফিরে যেতে চাই মৌলিমালা!
যেখানে পেয়েছিলেম- তোমাকে অমর্ত্যে,
একদিন অবেলায়; আপন নিঃসর্তে-
ধূলি-ধূসরিত অঙ্কে, জীবন নিরালা।
সেইক্ষণে বলেছিলে মোরে- 'কৃষ্ণকালা'
মিলিতে চেয়েছ দোঁহে, নীরব মুহূর্তে!
আজীবন সেই সুর, গাহিব আবর্তে-
তুমি যে আমার ছিলে, শুধু ব্রজবালা।


কতকাল চলে গেছে! ক'টা দিন বাকি,
পাব কি আবার দেখা, বাসনা প্রান্তরে!
এই প্রত্যাশায় শুধু চেয়ে চেয়ে থাকি-
তোমার স্মৃতির ডালি রেখেছি অন্তরে।
বাঁকা-চাঁদ সাক্ষী হয়, সূর্য-ডোবা বেলা;
তোমার মোহিনী দৃষ্টি- আমাতে একেলা।
           --------