কবিতার খাতা নিয়ে লিখিতে বসেছি
সবে! দূরে বনবীথি, নগরের মাঝে-
শীতের  রৌদ্রে চমকে উঠে; দেখি লাজে,
হঠাৎ পিছনে- "তোমার কবিতা এসেছি"
বলে পিছনে হাঁটিছে, তাহাতে ভেসেছি,
চিরন্তন প্রণয়ের বাসনা যে বাজে;
আমি যে বিধুর প্রেমে! প্রিয় মোর সাজে-
মনেতে হয় তাহারে যে ভালোবেসেছি।


ক্ষণিক কথাটি বলে, চলে গেছে হেসে-
সে হাসির প্রতিচ্ছবি বয়ে নিয়ে চলি!
তাহাতেই ডুবে আছি, কবিতার দেশে;
এমন গোপন কথা কাহারে যে বলি!
আমার সময় কাটে- কবিতার মুখে;
সেই মুখে চেয়ে চেয়ে, থাকা যায় সুখে।    
          -----------