আমার ভীষণ ইচ্ছা ছিল, জানো! সাথে
তোমার গড়ব প্রেম-বাসর প্রণয়ে;
ইচ্ছাগুলো ছিল সব নীরব সময়ে-
আমার মাঝেই শুধু; ভালোবাসা গেঁথে
রেখেছিলেম লুকিয়ে, কিন্তু কোথা হতে!
হারিয়ে গিয়েছে সব; আজ তাই ভয়ে,
কেটে যায় সময়ের পথ, সব চেয়ে-
প্রত্যাশা হারায় জানি, সময়ের স্রোতে।


আজ আমি অন্ধকারে! নিজেকে লুকিয়ে
রাখি, গোপন করেছি- নিজের বাসনা
সকল; ভুলের মাঝে করি না প্রত্যাশা।
আশাহীন হয়ে আজ শূন্যেতে তাকিয়ে-
চলে যায় বেলা-দিন, অছিলা সান্ত্বনা;
গোপন করেই রাখি মোর সব আশা।
             ----------