ওহে প্রেমধন! নব কিরণে চাহিছ
পিছে, আঁচলের ধারা- লুটায় প্রভাতে
তোমার; ঘুরেছ তুমি ক্ষণিক সাক্ষাতে
একবার! আপন সুরেতে গাহিছ।
কত কথা, সবুজের সারিগুলি ধরে
পূর্ণ; আমার ভূবন দেখি স্বপ্নসম
তোমাতে, তুমি যে ছিলে মোর প্রিয়তম-
কত হাসি ঢাকা আছে চেতনার 'পরে।


এমন পলক ফিরে তুমি কতদিন-
আমারে দেখোনি বলো, ও সুবর্ণলতা!
শান্তির এ সুধাক্ষণে তোমাতে বিহীন,
তোমার এ দৃষ্টিপথে মোর কথকতা;
এ ভাবেই চেয়ে থেকো, জনমের পরে-
তোমার এ দৃষ্টিপ্রেম, রেখে দেব ধরে।
           ---------