প্রণয়-আকুতি প্রেম, জাগিছে যে আজি-
তোমারে হেরিয়া প্রিয়ে; সহাস্য বদনে
কী বা পরিপাটি তুমি! মিলন সদনে
তোমার অভীপ্সা ক্ষণে, আমি আজ রাজি।
ললাটে আঁধার প্রেম, যুগল নয়নে-
আমার হৃদয় পরে তুমি বিকশিত;
মোর ভাবনা সকল কত সুশোভিত-
কত কথা আছে লেখা, লেখনী চয়নে।


এমন করে কী আর! পাব কোন কালে
তোমারে? দেখিয়া শুধু জুড়াবে দর্শন;
ওহে প্রিয়, এসে দেখি রজনি পোহালে-
তোমার আঁখি তারায় কত যে ভূষণ;
কত প্রেম লেখা আছে তোমা ওই রূপে -
মনের বাসনা গুলি, রেখে দিই চেপে ।
             ---------