ঘড়ির কাটায় সবে বারোটা বেজেছে
তখন, অতি গভীর রজনি জাগ্রত-
সকলের কলরবে, হাসি উচ্ছ্বসিত;
পুরাতন বর্ষখানি আড়ালে সেজেছে...
আলোর রোশনাই যে আকাশটা জুড়ে-
শব্দ - ছন্দে, কোলাহলে আমোদিত চিত্ত;
শুভ নতুন বছর নবরূপে মত্ত!
দুঃখ বিষাদ যে ভুলি আনন্দের ভিড়ে।


শহর নগর জুড়ে কত কোলাহল!
আলোর মালায় সাজে নগর জীবন-
দরিদ্র অন্তর প্রাণে নিদ্রাতে বিহ্বল;
সেখানে যে ঘনায়েছে দুঃখের পবন-
মানুষ কতই খুশি নতুন বরণে,
প্রিয় ফার্স্ট জানুয়ারি থাকুক স্মরণে।
         ---------