ওহে সমুদ্র পুরুষ! আমি সমাগত-
তব উচ্ছ্বাসতরঙ্গে, একাকী যৌবনা
নারী; তোমার আহ্বানে হয়েছি প্রগত,
পূর্ণ এ শরীর নিয়ে তোমাতে নবীনা।
এসো, কাছে এসো আরো, এসো আলিঙ্গনে!
অশান্তে ভিজিয়ে দাও- ষোলোকলা বেশে,
তোমাতেই নিমজ্জিত, নগ্নতা প্রাঙ্গণে;
আমার যৌবন আজ, তোমাতেই ভেসে।


তোমার ও স্পর্শ নিয়ে- ফিরে আসি পথে,
সিক্ত দেহ, জলবিন্দু ঝরে পরে ধীরে!
তোমার কঠিন স্পর্শ, তব বালুবীর্য
কুসুমিত প্রাণ সাথে; আগমনি রথে-
তোমার মাঝেতে ডুবি, এসো ফিরে ফিরে
মোর বক্ষদেশে, দেখো সোহাগ প্রাচুর্য।
       ----------