সরিষা বনের খেতে, কে তুমি হরিদ্রা-
মনোপ্রিয়া! খুশি ভরা হলুদ মনটি,
তোমার সহাস্য মুখে; ভাঙিয়াছে নিদ্রা
মোর, ধন্য হয়েছে যে সরিষা ফুলটি।
দূরের আকাশ তলে, বনবীথি পথে-
হলুদ সরিষা খেত- হলুদ বরণী!
তোমার এ এলোকেশে শতফুল সাথে-
আজি যেন মনে হয়, ধন্য এ ধরণি।


হিমলগ্ন যাবে চলে, ঝরে যাবে ফুল!
এমন বেলার সাথে- শুভ চিত্রহার,
লভিছে জনম যেন, সরিষা কুমারী;
তোমার বরণ মাঝে সেজেছে দুকূল-
হলুদ প্রাণের রঙে, অতি অলঙ্কার!
সরিষার খেত মাঝে সচিত্র বাহারি...
          ---------