আমার মনের ব্যথা, যদি জানতেম-
তোমারে শোনাই বধূ, একা নিরালায়;
প্রাণ খুলে সব কথা শুধু শুনতেম-
একদিন বন মাঝে, আমি অবেলায়।
তখন শীতের রোদ, শান্ত ধরাতল!
সব কথা জড়ো করে বসিয়াছি একা-
সবুজ বনের মাঝে মনের বাদল;
চোখের কোণেতে শুধু তব নাম লেখা।


আজ আমি ফিরে যাব, এই বন থেকে-
কত কথা লিখিয়াছি অশ্রু সাথে করি,
মনের দুয়ার মাঝে সব কথা স্মরি;
একাকী শান্ত হই তোমারেই ডেকে।
সযতনে আজ বধূ এসো মোর জন্যে,
তোমাকেই সাথি করি, গহিন অরণ্যে।
               ---------