বসিয়া বিজনে আজি, কাহারে ভাবিছ
প্রিয়ে! পুরাতন কথা, বলো কবেকার-
কোন সে স্বপ্ন তোমার! নহে ভুলিবার
মনের দুয়ারে, আজি আবেগে গাহিছ।
গায়ের বসনখানি, যায় বুঝি খুলে...
কেশপুচ্ছে ঢাকিয়াছে ললাটের দেশ;
বিরহ-ভঙ্গিমা ক্ষণে- লাগিতেছে বেশ,
স্মরণের কথাগুলি রেখে দিও তুলে।


সেদিন চাহুনি 'পরে, স্বপ্ন আঁকা ছিল!
মনের প্রাঙ্গণ জুড়ে বসন্ত আহ্বান-
অন্তর-কানন মাল্য ভাবিতে ভিজিল;
বিগলিত আঁখি তারা, এই প্রতিদান।
কেন যে আবৃত তুমি, ওহে পল্লিবালা!
তোমার চাহুনি 'পরে আমি যে উতলা।
           ---------