ফিরে ফিরে দেখা, সেই বালুকাবেলায়-
সাগরদিঘির পারে, চাঁদমুখ পানে
মোর চেয়ে থাকা শুধু; ভ্রাম্য অনুমানে-
আজও একান্তে ডাকি, নীরব খেলায়!
তোমার তরেতে বসি; জীবন হেলায়-
কাটিয়াছে শুধু জানি! ভাবিবার টানে,
তোমার ও দৃষ্টি পথে; মন নাহি জানে-
সহাস্য বদন খানি- দূরেতে মেলায়।


সেই নাম, সেই স্মৃতি, আজ মুছে ফেলি;
সাগরের ঢেউ সাথে ফিরে নাহি চায়।
আঁখি-জলধারা আজ সাগরেতে ঢালি
দুহাতে উজার করি, মন বাঁধা পায়।
সম্মুখে দিগন্তময়- অসীম সমুদ্র!
ভুলিতেছি প্রেমকথা, প্রণয়েতে রুদ্র।
           ----------