আজি কুয়াশাবেলায়, দূর পথ চেয়ে-
নগরে চলেছ দেখি! শুধু তুমি, আর
কুয়াশা; নীরব সাথি একাকী চলার
মাঝে, কুয়াশা-শিশিরে ওগো তুমি মেয়ে!
ললাটেতে মুক্তা জমে হিমকণা পেয়ে,
প্রকৃতি ঢেকেছে আজি, ঘন সে আঁধার;
তোমারে দেখেছি পথে- রুদ্ধ গৃহ-দ্বার!
তোমার পিছন পথে- কুয়াশা যে ধেয়ে।


ধীরে ধীরে বেলা বাড়ে, ফুটিছে সবুজ-
কুয়াশা মেলায় যেন আকাশের পানে...
আমারে জড়ালে আজি, প্রাণ যে অবুঝ!
এমন শীতের ভোরে, কুয়াশায় টানে।
হিমেল সময়খানি, কম্পনে সাজিয়ে-
কুয়াশা যে হব আমি, তোমারে ভিজিয়ে।
             ------------