আজি দোলনার 'পরে- দুলিছে আমার
মন! দেখো চেয়ে মোরে, তুমি প্রিয়জন-
বসন্তকুসুম রূপে! চিত্ত যে তোমার,
কত সুখে আছি আজ আমরা দুজন।
পত্রে-পুষ্পে আজ গাহে- এই বনবীথি
পূর্ণিমার গগনেতে, তার শত ছবি-
আমার যুগল বুকে, আজিকার সাথি;
পুলকের কত কথা তোমাতে সবই।


আজিকে প্রণয় ক্ষণে, মনে কত সাধ-
সব ভুলে গেছি আমি, বিরহের কালে
তোমারে রাখিব বেঁধে; যত্নে তুলে রাখি!
স্মৃতির মালা ত্যাগিছি, নহে অপরাধ-
তোমার হাসি যে ঢাকি হিমেল বিকালে;
তোমার নয়ন 'পরে, আমারেই দেখি।
          --------