কাছে এসো, আরো কাছে! তোমার কানের
ঝুমকোটা আজ দেখি! একটু আদরে-
তোমার আঁচলখানি সরাও সাদরে,
কাছে এসো তুমি আজ; আমার প্রাণের
'পরে! লজ্জার ভূষণ, এ অভিমানের-
মেলিব তাহারে আমি; প্রণয় চাদরে
ভাসিব ক্ষণিক প্রিয়ে, উন্মাদ ভাদরে-
দৃষ্টি মাঝে দৃষ্টি রাখি, সকল গানের।


কেন সরাইলে চোখ? দূরে কেন যাও?
তোমার দেহের ছোঁয়া, ক্ষণিক বেলায়-
আমার হৃদয় 'পরে, ধরা তুমি দাও;
অসীম চাহনি হেরি- ভাবনা খেলায়।
জানো প্রিয়ে! জানো তুমি! মোর প্রেমধন-
তোমারে স্পর্শিতে চাহি, অনন্ত জীবন...
          ---------