চিরকালীন অভ্যেসে কত গল্প-কথা,
যুগে যুগে ঠাকুমারা- শিশুকাল সাথে;
অবাক চোখে ওঠা যে, ঠাকুমার রথে;
নানা স্বাদে- গল্প ছিল, ভরা রূপকথা।
'হিরামন তোতা' ছিল, 'রাজার কুমার'!
'শাকচুন্নি' গল্প-কথা, সে 'রাক্ষস পুরী';
'সাতভাই এক বোন' ও 'রাজ কুমারী'-
কতই আজব কথা- বিচিত্র মজার!


আজ শুধু গল্প হয়ে- রঙিন পাতায়!
শত শত বিনোদনে হারিয়েছে সব,
নগর-সংসার মাঝে, ঠাকুমা হারায়!
নানান কাজের মাঝে, বৃথা কলরব!
ঠাকুমা যে প্রিয়জন, সাথে তার ঝুলি-
তার কোলে শুয়ে শুয়ে- শেখে শিশু বুলি।
         --------