আজি সাঁঝের বেলায়, ভাগীরথী পারে-
তুমি রাখিয়াছ চোখ, নজরে আমার;
পিছনে প্রশান্ত ঢেউ- কাশফুল ধারে!
শরতের মেঘখানি, ভাসিছে বাহার-
কত সুখে মিশে আছি তুমি আর আমি,
তোমার নজর পানে; বন্দি হয়ে আছি-
এমন মধু-বেলায়; অন্তরেতে চুমি
রঙিন প্রণয়কুঞ্জে- এসো কাছাকাছি।


কত স্বপ্ন, কত কাব্য, লেখা আঁখিতলে!
পরম শান্তিতে থাকি- তোমার ললাটে,
কত অব্যক্ত কাহিনি- মধুর ও ঠোঁটে;
তুমি যে পরমপ্রিয় ভাগীরথী কূলে!
পরে না পলক মোর, শুধু চেয়ে রই-
এই ঘন দৃষ্টিক্ষণে, তোমার তো হই।
             --------