হে যুগপুরুষ! মহা-মানবিক তুমি,
'জীবে প্রেম'- মন্ত্র সাথে করি অন্বেষণ;
আপনে রচিছ প্রেম, নিজের ভূষণ-
চরণচিহ্নে গড়েছ কত দেশ ভূমি।
উদ্ বুদ্ধ ভাবনায় তুমি প্রতি স্বামী-
জাতীর বিকাশ সাথে দেশ নিবেদন,
মহামানবের মাঝে শুদ্ধ নিকেতন;
যুবক ভাবনা তুমি, তুমি অন্তর্যামী।


আজিকে স্মরণ করি, একা পুষ্প সাথে!
তোমার গুণের 'পরে সুর যে উদাত্ত,
ত্যাগের ভূষণ দেখি জন্মের প্রভাতে-
মানব কল্যাণ সাথি, ভরিয়াছে চিত্ত।
ধন্য এ ধরিত্রী আজ অসীম আনন্দ;
তোমাতেই নিবেদন, হে বিবেকানন্দ!
        -------
**উদ্ বুদ্ধ - এক সাথে পড়তে হবে।