আপন ছলে দাঁড়াও এসে, রূপচিত্রে-
আমার এ সীমানায়! অছিলায় পেয়ে,
যেন দেবী রূপে; ওই রূপ পানে চেয়ে-
আমি যে হয়েছি ঋণী, নবরূপ মিত্রে।
অলঙ্কারে ভূষিতা যে, নবীন যৌবনা-
নবীন বাহার মাঝে! তুমি যে উতলা
দেখি, ললাট সিঁদুরে- মোহিনী উছলা;
প্রণয় পথেই হাঁটি- হৃদয়ে শ্রবণা।


তোমারে আপনে দেখি! খুব কাছে তুমি-
স্নেহের মধুরবাণী তোমাতেই রাখি,
স্থাপিয়া মনেতে তব- গোপনেতে চুমি;
উত্তমা যৌবন হেরি, মনচিত্রে আঁকি।
কোন কূলে যাবে তুমি? মোরে বলে যাও!
আমার চোখের পরে- একবার চাও।
            ---------