একটি শিশুর সুপ্ত-ভ্রূণ- জন্ম নিল
দেহে, ধীরে ধীরে- তার শরীর গঠন;
'মা হতে চলেছি'- লাজে মায়ে প্রকাশিল!
মাতৃ জঠরেতে বাড়ে- সেই সুপ্তধন।
মৃদু স্পন্দন আসিছে শরীরের মাঝে-
একটি বীজের থেকে একটি জীবন;
আনন্দিত পরিবার, খুশি ভরা লাজে-
প্রসূতি মায়ের প্রতি কত বিধি-পণ।


জানা গেছে, ওই শিশু ভ্রূণ- এক কন্যা,
বড়োই বিমর্ষ লাগে এতটা সময়!
তার প্রিয় পিতা মাতা, ও শিশু চাহে না-
এখনই এই ভ্রূণ করহে বিদায়!
মাতা ভালো, বধূ ভালো, প্রেমিকায় পূর্ণা
সন্তান হবার কালে কেন নহে কন্যা?
           ---------


** কবিতাটি আমার সপ্তম বর্ষীয়া কন্যাকে উৎসর্গ করলাম।